
tomar bari jabo - bappa lyrics
Loading...
তোমার বাড়ি যাবো – ‘বাপ্পা মজুমদার’
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)
গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?…
Random Song Lyrics :
- astronomia - benji. lyrics
- dreams and nightmares - distich lyrics
- stokujeme blok - ca$hanova bulhar lyrics
- la playa - fernando milagros lyrics
- leave nothing - offset jim lyrics
- waiting for - kelsey gallant lyrics
- de mon mieux - volo (fra) lyrics
- barcelona - antes del huracán lyrics
- hypnotized - t4 choyce lyrics
- used to - iamailani lyrics