
ami chinigo chini tomare - bappi lahiri lyrics
Loading...
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥
তোমায় দেখেছি শারদপ্রাতে,
তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি হৃদি-মাঝারে
ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥
Random Song Lyrics :
- crowd control - terra bella lyrics
- nie musisz uśmiechać się - małe miasta lyrics
- stai - daniele battaglia lyrics
- i loved you - 321931 - day6 lyrics
- bonnie n clyde - kenzah g lyrics
- villain - david michael frank lyrics
- stary numer o szmulu - pikers lyrics
- never give up on love (dyson kellerman remix) - alex gaudino lyrics
- hopeless - thabsii lyrics
- prada freestyle - 8father lyrics