 
icche ghuri - bappy singer lyrics
Loading...
 
 
		ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
আমার হৃদয় জুড়ে তুমি
শুধু তুমি শুধু তুমি
তুমি ছাড়া পাই না খুঁজে
অভাগানী শূন্যভূমি
কেন বলো দূরে থাকো
মনে কি পড়ে না
আমার আকাশ তোমায় ঘিরে
দূরে থাকে সারাক্ষন
আমার চোখে স্বপ্নে তুমি
শুধু তুমি শুধু তুমি
এই জীবনে চাই যে তোমায়
চাইনা কিছুই তুমি বিহীন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
Random Song Lyrics :
- live & die on this day - kill the scene lyrics
- desahogo - alfa mental lyrics
- holdin’ it back - culdesac macc lyrics
- star signs - shizukesa lyrics
- believe me - liq lyrics
- 925 (live stereo session) - ardhito pramono lyrics
- don't go away - talulah gosh! lyrics
- work - iamdecember lyrics
- ça suffit - ziak lyrics
- rainbow road (iamerror cover) - 100deadrabbits lyrics