
aha aji e basante - barnali biswas shanta lyrics
Loading...
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়॥
সখীর হৃদয় কুসুমকোমল –
কার অনাদরে আজি ঝরে যায়!
কেন কাছে আস’, কেন মিছে হাস’,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা –
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায়॥
Random Song Lyrics :
- 80er jahr - megawatt (schweiz) lyrics
- bird queen of garbage island - the burning hell lyrics
- celebrate! - caillou lyrics
- gadji - jmk$ lyrics
- à une chanteuse morte - léo ferré lyrics
- good & evil - wax poetic lyrics
- born rich (made a profit)* - gunna lyrics
- starboy (remix) - hair jordan lyrics
- when the sun comes - beneficence lyrics
- bath water - futo lyrics