
dekhina - barney sku lyrics
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
[verse]
তুমি কই? জানি না
তোমার আজকাল কোনো খোঁজ নেই
জেনে রেখো তুমি কার, তুমি আমার
শহরে শহরে তোমাকে নিয়ে আমি ঘুরি
যা কিছু করো, যা কিছু বলো আমি শুনি
তোমার নাম আমার মুখে রেখে বলি
এই গান, এই গান তোমায় নিয়ে
[bridge]
সে শুনে না
আমার কথা সে শুনে না
আমার কথা সে শুনে
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
Random Song Lyrics :
- etana - hylia lyrics
- jai ho - a.r. rahman lyrics
- пепел (ashes) - tomer biller lyrics
- un monde étrange - les sages poètes de la rue lyrics
- the battle of the idiots: a rap battle - the dragon gamez lyrics
- lions in the forest - dj muggs lyrics
- run - j.lately lyrics
- czarno na białym - white house records lyrics
- waves - cruise lyrics
- enemies - gudda gudda lyrics