
jonaki - barney sku lyrics
[intro]
আকাশে জোনাকি করে তোমায় আলোকি
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো তোমায় কি?
ডুবে যাই, ডুবে যাই
তোমারই ছায়ায় হারাই
তোমাকে খুঁজে বেড়াই
কী হলো বলো না?
[verse]
যদি কারো হাত তুমি ধরো
মনে রেখো তুমি আমারই
মনে রেখো আমি তোমার
আমি রাজি, তোমার সাথে আমি আছি
যদি একা লাগে বলো
আমি তোমার সাথে আছি, সাথে আছি
[bridge]
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি
[chorus]
আকাশে জোনাকি করে তোমায় আলোকি
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো তোমায় কি?
ডুবে যাই, ডুবে যাই
তোমারি ছায়ায় হারাই
তোমাকে খুঁজে বেড়াই
কী হলো বলো না?
[outro]
আকাশে জোনাকি করে তোমায় আলোকি
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো তোমায়
আকাশে জোনাকি করে তোমায় আলোকি
খুঁজে পাবো আমি কি?
খুঁজে পাবো আমি কি?
Random Song Lyrics :
- what i tell myself - mxpx lyrics
- deeper - the cat empire lyrics
- it's always sunny in bikini bottom - indigo drift lyrics
- afterlife - avalanche effect lyrics
- another moon - princess liv lyrics
- insane hype song! - uchylaci lyrics
- perfect - ! mooniight lyrics
- they all seem so happy - field medic lyrics
- be your eyes - john michael howell lyrics
- i'll be fine - richie rozay lyrics