nacho - barney sku lyrics
[chorus]
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
[verse]
বলো আমাকে তোমার কি ভালো লাগে
আমি জানতে চাই (জানতে চাই)
তোমার মতো আর তো কেউ নেই
আমার চোখে তা আমি বলতে চাই (বলতে চাই)
উড়ে যায়, সে উড়ে যায়, হাওয়াতে ভেসে যায়
তার পেছনে আমি ছুটে যাই
পাগল হাওয়াতে আমি উড়ে যাই
তার দেখা নেই
কোথায় গেল সে?
আমায় বলে না, সে আমায় বলে না!
[chorus]
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
Random Song Lyrics :
- flecha na mão do valente (ao vivo) - marcus salles lyrics
- don't know - jerreau lyrics
- mornings with you - lay (张艺兴) lyrics
- таблетки (pills) - уже слишком (uzhe slishkom) lyrics
- pov тор (pov tor) - linkolin lyrics
- você - rapb0y lyrics
- wavy - johnel ng lyrics
- piste brouillée - timal lyrics
- shinobi 1987 - octo crura lyrics
- otra noche en granada - dellafuente lyrics