
milon hobe - basanti das baul lyrics
Loading...
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।
Random Song Lyrics :
- the hound ov hades (remix) - nightmare lyre lyrics
- 6-8 passion & voc (demo) - r.e.m. lyrics
- inside - anjulie lyrics
- addicted - stesso & johnning lyrics
- porque? - cristian ezequiel lyrics
- collée sur tes papilles - ingrid st-pierre lyrics
- bantul akeh kenangan - agung pradanta lyrics
- vi två - estraden lyrics
- shot the block - akai nights lyrics
- dead presidents - pede b lyrics