lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sankirtanam - bhakter geet lyrics

Loading...

কৃষ্ণনাম উপদেশি তার’ সর্বজন
সেই মন্ত্র দিলে তুমি, কৰ্ণে অনুক্ষণ।
মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার
মায়ার প্রভাবে আজি, সব অন্ধকার।

chorus:
ভজন*পরায়ণ জীব, নৃত্য*গীত করে
গুরুপদ অনুসরি, জগৎ নিস্তারে।
অনধিকারী জন করে, নির্জন*ভজন
স্বেচ্ছাচারী করে সব, ইন্দ্ৰিয়*তৰ্পণ।

verse 2:
“নৈত্যৎ সমাচরেজ্জাতু, মনসাপি হ্যনীশ্বরঃ,”
ভক্তি*উপদেশ সব, হইল নশ্বর।
আসক্তি*রহিত যোগ্য*বিষয়*ব্যবহার
সহজ উপায়*সিদ্ধি, তোমার প্রচার।

chorus:
ভজন*পরায়ণ জীব, নৃত্য*গীত করে
গুরুপদ অনুসরি, জগৎ নিস্তারে।
অনধিকারী জন করে, নির্জন*ভজন
স্বেচ্ছাচারী করে সব, ইন্দ্ৰিয়*তৰ্পণ।

bridge:
নির্বন্ধ কৃষ্ণসেবা, ঘরে ঘরে মঠ
বিপরীত সজ্জায় আজ, সৰ্বত্ৰ প্ৰকট।
জীবের দরদ*দুঃখী, শ্রীল প্রভুপাদ
বিরহ*বাসরে তব, হেরি অবসাদ।
chorus:
ভজন*পরায়ণ জীব, নৃত্য*গীত করে
গুরুপদ অনুসরি, জগৎ নিস্তারে।
অনধিকারী জন করে, নির্জন*ভজন
স্বেচ্ছাচারী করে সব, ইন্দ্ৰিয়*তৰ্পণ।

চতুর্থ অষ্টক (chaturtha ashtak)

verse 1:
ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু, তব বাক্য সার
‘ব্রজবাসীর প্রাণ আছে, সেহেতু প্রচার।
‘ব্যবসায়াত্মিকা বুদ্ধি’ চক্রবর্তীর বিচার
মায়া*মোহপাশে আজ, হ’ল ছারখার।

chorus:
বহুশাখা বিস্তারিল, অব্যবসায়ী হাতে
প্রতিষ্ঠা বাঘিনী আসি’, যোগ দিল তাতে।
তোমার মরম কথা, না পশিল কানে
যোগ্যতা কোথায় পা’ব, নাম*সংকীর্তনে।

Random Song Lyrics :

Popular

Loading...