
amar prithibi - black (band) lyrics
Loading...
ছায়ারা সরে যাবে
জানি সূর্য উঠবে
মৃত সব গাছের নিচে
আগুন জ্বলবে
বুকের গভীরে নদী
কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই!
পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই!
Random Song Lyrics :
- love vibes - akrsh bhardwaj lyrics
- för dig - mimikry lyrics
- differences - yung swerv lyrics
- j1 - dexter francis mason lyrics
- bopeebo b-side remix - kawai sprite lyrics
- universe - 倖田來未 (kumi koda) lyrics
- thermal scope - shady moon lyrics
- wild eyes - ashbury heights lyrics
- lazy - destin conrad lyrics
- 能天気日和 (noutenki biyori) - plenty (jpn) lyrics