
amra - black (band) lyrics
Loading...
[verse 1]
দু’জনকে আজ মনে হয় দু’গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারি না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি
[verse 2]
কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি
কখনও সে আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি, আমি
[instrumental bridge]
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
Random Song Lyrics :
- nie potrzeba - anon (pl) lyrics
- solo - fran farnos lyrics
- 34 (acoustic) - karpo - קרפו lyrics
- cpr (sped up) - summer walker lyrics
- opet - neo lyrics
- i need you back - og malicous lyrics
- inat - varrosi lyrics
- fazolina - the beaters 70 lyrics
- child - blood pact lyrics
- gone too soon - jackie extreme lyrics