
blues and rod - black (band) lyrics
Loading...
স্পর্শ নয়, মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি, আর জলের গভীরে জল
কাব্য নয়, রাত জাগা নয়
পাশাপাশি থাকা
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
এরকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি
অথচ তোমাকে আজ দেখি এই আমি
অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে
কি যেন খুঁজছো
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
Random Song Lyrics :
- od aron - עוד ארון (live) - hayehudim - היהודים lyrics
- syd to lax - michael sanderson lyrics
- with - orβit lyrics
- фиксики (fixiki) - димдэкт (dimdekt) lyrics
- guess what? - lotredecim lyrics
- wish you weren’t here - felicity (band) lyrics
- sen yine - öztürk lyrics
- crucifix - stiyers lyrics
- 1000 ways - m.anifest lyrics
- coach - dillom lyrics