
mayabee - blue touch bangladesh lyrics
আজও চোখের কোণে
জমে আছে লোনা জল
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন
আজও চোখের কোণে
জমে আছে লোনা জল
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
জমে থাকা অনুভূতিরা আজও
কাঁদছে বরষা হয়ে
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী
ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে
ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে
জেগে আছি আমি
জানি না, জানি না কিসের অপেক্ষায়
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
যা দিয়েছি
তার সবই আজ ফিরিয়ে নিলে?
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না এখন
আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে
ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ভুলের মায়ায়
ভুলের মায়ায়
Random Song Lyrics :
- самый модный трек (the trendiest track) - acid eli lyrics
- sad vador - automate lyrics
- catch me - richarddoesit lyrics
- jaykoppig - holendrecht - drm1000 lyrics
- match & jumbo - timmy alien lyrics
- zombie - hbk lyrics
- cmimy2 - johnnylegg lyrics
- lie | lai - ninety one lyrics
- falling down - dcb martin lyrics
- strange looking feeling - michael nau lyrics