
ami jare bhalobashi - captain lyrics
Loading...
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
ঘরের মায়ায় টানে মোরে রে…
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
রঙ্গিলা দো-টানায় পইড়া
রঙ্গিলা দো-টানায় পইড়া
সন্নাসীও হইতে পারলাম না
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
ঘুরলাম কত বৈদেশ বন্দর রে…
ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
আসলের আসল কিছু না
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
Random Song Lyrics :
- die letzen mcees - laas unltd. lyrics
- såssialdemokraterna - eddie meduza lyrics
- y que ganaste - cardenales de nuevo leon lyrics
- a.g.e. (you see me remix) - comeback/!/music lyrics
- lovely nana(letjitji) - mike-lo lyrics
- you exist in my song - wanting lyrics
- lean with it (freestyle) - real rudeboy lyrics
- gunplay - yung i.v. lyrics
- banger - spaceton lyrics
- el dia que naci yo - diego el cigala lyrics