
maduli - cfu36 & critical mahmood lyrics
[verse 1: cfu36]
আসসালামু আলাইকুম, চইলা আসছি আবার
এত কষ্ট দিসেন দিলডা এহন হইয়া গেসে rubber (what?)
মানত করসে মামায় লেংটা বাবার দরবারে (আয়*হায়)
২৪ ঘণ্টায় direct action ফলাফল দেখ সোমবারে
যার লাইগা করলি মানত খুইলা ঘুরে ঘোমটা রে
selfie তুইলা upload দেয় বইসা আছি honda*রে
এইডা দেখ কোনডা রে? কোন চিপার গুন্ডা রে
কোনদিক দিয়া ধিপায় দিমু শান্তি পাইবো মনডা রে
এনে হাঙ্গা বইয়া গেসে ঠোলার লগে ল্যাওড়া ফর্মায় (ঠোলা)
ওগো দেখলে মনডা কইতে চায়, “তর মায়রে ** খানকির*পোলা”
দনিয়া college gate*এর মোচড়ে, hit লাগাই দেখ বছরে
এইডা ৩৬ এর মাদুলি আয় লাগাই দেই তর কোমড়ে
পাগল হইবো ভ্রমরে, ডুব দিবি সঙ্গীত সাগরে
নিজের লাইগা গান বানা ব্যাডা চিন্তা করোস কাগোরে?
টান দিয়া টাঙ্গুয়ার হাওরে, চলি উপরওয়ালার power*এ
যা দিয়া দিসে উপরওয়ালায় দেয় নাই তগো কাউরে, b*tch!
[chorus: cfu36]
দনিয়া college gate*এ mic লাগায়া
mic*এর ভিত্রে jack লাগায়া
36*এর track লাগায়া
glass*এর মধ্যে peg লাগায়া
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
দনিয়া college gate*এ mic লাগায়া
ভাই*ব্রাদার সব ডাকায়া
glass*এর মধ্যে peg লাগায়া
কাঁন্ধের মধ্যে bag লাগায়া
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
[verse 2: critical mahmood]
cfu বাড়ায় দাও না sound*টারে (yeah)
কইতে দাও না বালডা রে (yo)
ফাটা কলসি বাজে বেশি
জবাব দিমু counter*এ (haha)
হাঁটা শিখসে দুইদিন আগে
পোলায় বাপের আগেই ফাল পারে (d*mn)
চেয়ারম্যানে chair পায় না আসন খুঁজে মেম্বারে (dayum!)
এডির মাস্তানি সব shelter*এ
গুণ্ডামি চলে না এনে, টাকা চালায় গুণ্ডারে
এই, ক ভাড়া করুম কয়ডা রে?
উঠতি বয়স গোড়ায় গলদ চুটকি মারুম আন্ধারে
জ্ঞানী আলাপ বাদ, এমন জাত বোকাচোদা শতভাগ
ঘিলু চাবি জায়নামাজে নফল পইড়া দুই রাকাত
মরসে শান্তির মা’য়, শান্তি নাচে, media*রে ডাক
মাথামোডা সব তাই ঢাকতে চায় মাছ দিয়া শাঁক
ভেজাল ওগো system*এ
আমার bar লাগে ভার ওগো sick brain*এ (sick brain*এ)
bro, distance মাইনা চলা destiny তোর
আমি গোবরে পদ্ম, তোরা কীট drain*এর (কীট drain*এর)
[pre*chorus: critical mahmood]
public এত ক্ষার ক্যা?
গান বাজা উরকে*পারকে (yeah)
football খেলি turf*এ (yeah)
এহনও শিশুপার্কে তোরা
এত ক্ষার ক্যা?
গান বাজা উরকে*পারকে
football খেলি turf*এ
এহনও শিশুপার্কে তোরা
[chorus: cfu36]
দনিয়া college gate*এ mic লাগায়া
mic*এর ভিত্রে jack লাগায়া
36*এর track লাগায়া
glass*এর মধ্যে peg লাগায়া
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
দনিয়া college gate*এ mic লাগায়া
ভাই*ব্রাদার সব ডাকায়া
glass*এর মধ্যে peg লাগায়া
কাঁন্ধের মধ্যে bag লাগায়া
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে*পারকে, public এত ক্ষার ক্যা?
[outro: cfu36]
যাত্রাবাড়ী…
Random Song Lyrics :
- пауза (pause) - may wave$ lyrics
- broken - of night and light lyrics
- inteiro - priscilla alcantara lyrics
- for you ft. road runner - niya803 lyrics
- can't - sob x rbe lyrics
- build my life - michael w. smith lyrics
- at least the sky is blue - ssion feat. ariel pink lyrics
- forsaken - jack of sound feat. ressurectz lyrics
- watermark - joshua payne lyrics
- childhood - shin seol hee lyrics