
bhindeshi tara - chandrabindoo lyrics
আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া?
রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগে না ধুলো
আমার দু’মুঠো চাল*চুলো
তোমার গায়ে লাগে না ধুলো
আমার দু’মুঠো চাল*চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
please ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
Random Song Lyrics :
- body language - wake the wild lyrics
- the longest day of spring - piney gir lyrics
- 8th wonder - buubu lyrics
- all my fault - flowerie lyrics
- up against the wall hallucination - dj unknown & dj mekalek lyrics
- verdade seja dita - sono lyrics
- some money - rich2litt lyrics
- daydreaming - celeste lyrics
- atheist's lament - aidan moffat & the best-ofs lyrics
- 047 - raiche lyrics