
geet gobindo - chandrabindoo lyrics
তোমাকে দেখাবো niagara
তোমাকে শেখাবো v–gr-
তোমাকে করবো আদর-আত্তি जत्नम्
ওগো त्वमसि मम जीवनम्
त्वमसि मम भूषणम्
त्वमसि मम भवजलधिरत्नम्
त्वमसि मम जीवनम्
त्वमसि मम भूषणम्
त्वमसी मम भवजलधिरत्नम्
তোমাকে শোনাবো জয়গোসাঁই
তোমার বাবাকে মেসোমশাই
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আজি এ পরানে রবির কর
কেমনে জাগালো dinosaur
আজি এ পরানে রবির কর
কেমনে জাগালো dinosaur
হাউমাউ বেগে দেখি पिया मुख चंदा
দারুণ কাটলে ছোট্ট চুল
বোতাম আঁটতে করছো ভুল
সরু সংসারে কেমনে ফুটিলে उदारम्
स्मर गरल खण्डनम्
मम शिरसि मण्डनम्
स्मर गरल खण्डनम्
मम शिरसि मण्डनम्
देहि पद पल्लवम् उदारम्
देवी, देहि पद पल्लवम् उदारम्
তোমার জন্যে চিন্তা হয়
তুমিতো preity zinta নয়
টুপুর টাপুর kareena kapoor চেষ্টা
তবু তুমি আমার cpm তুমি আমার atm
তুমি আমার cpm তুমি আমার atm
তুমি আমার সিরিজ প্রেমের শেষটা
খাচ্ছি কিন্তু গিলছি কই
পাখার রাজ্যে চুল শুকোই
টাকের মধ্যে পেরজাপতি ফড়-ফড়িং
সোনা বড্ড বেশি ঝলমলাও
lift-এ ওঠো একতলায়
বড্ড বেশি ঝলমলাও
lift-এ ওঠো একতলায়
beetles ছাড়া অন্য পোকা খুব boring
তুমি শ্যামলা বঙ্গদেশ, তুমি ইঙ্গো sms
তুমি অঙ-বঙ ভবজলধি নুলিয়া আ…
বধূ চক্ষে এসো অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
চক্ষে এসো অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
বক্ষে এসো গীত-গোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীত-গোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীত-গোবিন্দ ভুলিয়া
Random Song Lyrics :
- come down - hybrid minds & catching cairo lyrics
- hood hero - gigi d'air lyrics
- final dance - redemption draweth nigh lyrics
- none holy like the lord - muoriya lyrics
- risk it - freemo remix - scottbars lyrics
- ankhaia - axel rudi pell lyrics
- hit or miss - samrecks lyrics
- prologue - steignyr lyrics
- winter storm vigilantes - ensiferum lyrics
- клёвый (cool) - babyice lyrics