
akash meghe dhaka (original) - chitra singh lyrics
Loading...
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
Random Song Lyrics :
- snap backs and tattoos (remix) - dj spin one lyrics
- max - epidemic (rapper) lyrics
- the clubbanger - young dee lyrics
- what makes you beautiful - sam tsui lyrics
- archetype freestyle - edwin lyrics
- mesmo podendo voar - thiaguinho lyrics
- chan chan - lost frequencies lyrics
- si tú supieras - tito nieves lyrics
- lebenlang - herr sorge lyrics
- vuela, vuela - banda pequeños musical lyrics