
decay - city of ashes lyrics
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ;
আয়নাতে চোখ ছোঁয়।
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা;
আমার ভাললাগা।
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা।
Random Song Lyrics :
- el amor soñado - grupo firme lyrics
- jon magenta - floriduh lyrics
- way out - only one felipe lyrics
- me extrañas - piyudoll lyrics
- sentimento lento - d'amore lyrics
- вернуть (return) - tsoy lyrics
- galactic shores - lailana lyrics
- not my fairytale - cherryzonline lyrics
- long week - fcg heem lyrics
- underground - fever (thailand) lyrics