
ghum ghum - coke studio bangla lyrics
[chorus]
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 1]
রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়?
কেন এত শিহরণ জানি না লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 2]
ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
Random Song Lyrics :
- and i'll be - elliott sargent lyrics
- dance for god - 3mpra lyrics
- dejalo - blessd, hades66 & sog lyrics
- contención - ender lyrics
- der zecher als doctrinair - robert schumann lyrics
- close my eyes - edwards hand lyrics
- el mensaje (i’ve gotta get a message to you) - grupo pegasso lyrics
- интро (intro) - сизрс (sizrs) lyrics
- brush my teeth - venjent lyrics
- german60 - milkreset lyrics