
nodir kul (নদীর কূল) - coke studio bangla lyrics
[clarinet intro: idris rahman]
[chorus: ripon]
ও নদীর কূল নাই, কিনার নাই রে
আমি, কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে আমি
কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[clarinet solo: idris rahman]
[chorus: ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি, কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে আমি
কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[verse 1: ripon]
ওপারে মেঘের ঘটা, কোন কবি জলিছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
ওপারে মেঘের ঘটা, কোন কবি জলিছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
[chorus: ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
[clarinet solo: idris rahman]
[verse 2: ripon]
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
[flute solo: jalal ahmed]
[verse 2: ripon & choir]
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
[pre*chorus: ripon, arn0b & choir]
আমার ও কূল এ কূল দয়াল আল্লাহর
যদি দেখা পাই রে, আমার
ও কূল এ কূল দয়াল আল্লাহর
যদি দেখা পাই রে
[chorus: ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি, কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে আমি
কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[clarinet & flute outro: idris rahman, jalal ahmed]
Random Song Lyrics :
- moscow - roland greco lyrics
- forget mars - lns lyrics
- workers of the world unite (kanye northern bloc) - $pongey tell 'em lyrics
- someone to call my lover (jam & lewis total 80's remix) - janet jackson lyrics
- benita - moha la squale lyrics
- atlantis - mattypasq lyrics
- built for this - yourboymars lyrics
- intro (focus) - auxano lyrics
- high as me - kyw dooley & mamar lyrics
- the dash [remix] - jonah lyrics