
prarthona - coke studio bangla lyrics
[intro: momtaz]
বেলা দ্বিপ্রহর
ধু*ধু বালুচর
ধূপেতে কলিজা ফাটে
পিয়াসে কাতর
[refrain: momtaz]
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
[verse 1: momtaz]
আসমান হইলো টুডা*টুডা
জমিন হইলো ফাডা
মেঘ রাজা গোমরাইয়া রইছে
মেঘ দিবো তোর কেডা
[refrain: momtaz]
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
[verse 2: momtaz]
ফাইট্টা ফাইট্টা রইছে যত খালা*বিলা*নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি
ফাইট্টা ফাইট্টা রইছে যত খালা*বিলা*নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি
[refrain: momtaz]
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
[verse 3: momtaz]
কপোত*কপোতি কান্দে খোপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
কপোত*কপোতি কান্দে খোপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
[refrain: momtaz]
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
[verse 4: mizan]
এ ভূবনে দিতে নাই যার তুলনা
এ ভূবনে দিতে নাই যার তুলনা
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
[choir]
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা মাওলানা মাওলা
মাওলানা
[verse 5: mizan]
রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে
রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে
এইভাবে কি জনম যাবে বলোনা
এইভাবে কি জনম যাবে বলোনা
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
[refrain: momtaz]
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
(মাওলানা মাওলানা মাওলানা রে)
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
[outro: choir]
(মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা)
Random Song Lyrics :
- é d'oxum - gal costa lyrics
- revelation - lauren evans lyrics
- kaepernick - ralfy the plug, young slo-be & skeamy ru lyrics
- hold on - chemistry lyrics
- sopra un ring - fabio de vincente lyrics
- soap (audiotree live version) - slow hollows lyrics
- я построю (i will build) - фиксай (fixeye) lyrics
- run alone - eskei83 lyrics
- sno-cone - ynkeumalice lyrics
- yusuke urameshi freestyle - lando senju lyrics