
jhal tthua - critical mahmood, cfu36 & shonnashi lyrics
[chorus: critical mahmood]
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
[verse 1: critical mahmood]
east to the track মানেই track এইডা classic
গান হুইনা fans গুলা কয় nostalgic
cfu36, critical, shonnashi
এইডা ১২ ভূঁইয়া বাংলা rap*এর সর্বনাশী
করি sold out shows, এডি sold out hoes
chapter close, y’all sound too close
গান আমার mystery box পাবি different doze
তোর crush আমার গানে মারে different pose
রানী সাজে গানে princess rapper
hip*এর নাই খোঁজ, খালি রইয়া গেলো hopper
flow thief, খুঁজে beef, ভোঁদাই, knowledge নাই proper
অহোন diss করে গানে যে পোলায় করতো cover
হুনো ভাইস্তা সম্মান মিলে
আরেকজনরে গালি না*রে সম্মান দিলে
তগো গান চলেই অহন critical এর সিলে
লেবু চিপ্পা ফালাই বেশি মাথায় চইড়া গেলে
[chorus: critical mahmood]
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
[verse 2: shonnashi]
এ কাকা যাইবেন নি মাইজদী?
বাড়ি কনডে নোয়াখালী, কাকা জিগ্গার গুণ কী?
আন্ডা কথা কওয়ার আগেদি*দি হুমকি
জিগ্গার আবার উশৃঙ্খল গান করি লাভ কী?
loss নাই, হাতে হ্যারিকেন লইও খুঁজি হাইতেন্ন কমতি
(খাইসে কন কী?)
ভূগোল বাদ*দি লন google*এ খোঁজ
এ সন্ন্যাসীর গান*ওইলো একিকগ্গা mental dose (বুইজ্জেন্নি)
আর বাপ*মার আগে রায় দুশমনে খোঁজ
বেকের কইচ্চি লিস্ট খাওয়াইতে কাঙ্গালি ভোজ
হিসসা্ মার তোর ভাইর মানতি নাই
হইসায়ালার নোট লই ঘুর, তোললাই ভাংতি নাই
বনানী হোচিশ নাম্বার তুন সোজা মাইজদী
তোর ভাইয়া নাম কামাইসে হেতের কাজদি
নোট করিলো ক্যান?
কতাবাত্তি কই এক ধাঁচে
চাবুক চালাই জবানে সুন্দরী নাচে
যামানা ফ্যাকেট করি ফকেটে এক ভাঁজে
ল ঝাল ঠুঁয়া দি যেন তোর মাথাত্তে বাজে
[chorus: critical mahmood]
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
[verse 3: cfu36]
ay*ay*ay, saif khan
জিগা এই গেমের বস কে?
এই 36 এর বস কে?
আমগো গান আইতে দেরি
তোরা এতো পেরা লস ক্যা?
ঘুরি না market*এ, উড়ি আলাদিনের carpet*এ
আমগো নাম বেচোস ঠিকই
কিন্তু ট্যাকা ঢুকে কার পেটে? যাহ!
নূরারে পাইলে সবগুলা বুঝ দে
career চলতাসে artist*এর দেখ এহন boost*এ
৬৪ জেলায় link, টাইম লাগবোনা তোরে খুঁজতে
পরের দিনই হারানো বিজ্ঞপ্তি, react মারুম তগো post*এ
আমরা গান পৌছাই দিসি পুরা ঢাকা শহরে
এহন দেখ company খুঁজে হ্যারিকেন দিয়া বহরে
তুই তো পিনিকে dopamine
তোর থেকা better দেখ dope আমি
পুরা industry তে চোখ আমি
তোর কড়া plan এর টোপ আমি
তোর বড় ভাইয়ের তোপ আমি
এহন দেখলে কস ভাই কোক আনি?
এই দেশে profit বেশি squat এর business
তাইলে gym কইরা body বানা ভালো fitness মামা
spot*এ আয় দেহি কয়টারে diss দেস
rhyme scheme ঠিকই আছে কিন্তু 808 miss ক্যান?
(ভাগিনা হাবিজাবি কিন্তু খাবি না)
[chorus: critical mahmood]
এই ল ready বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
এই ল rеady বাংলা rap*এর ঝাল ঠুয়া
আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়ায় ধুঁয়া
brain তগো টেপকল, deep আমগো কুয়া
জ্ঞান দিবি কম আমার চাঁন পাখি শুয়া
Random Song Lyrics :
- photogenic - paragon don lyrics
- l'amore pensato - max gazzè lyrics
- virus (cauterized mix) - front line assembly lyrics
- ты опять молчишь (you are silent again) - flyaway lyrics
- por qué me quité del vicio - los tigres del norte lyrics
- one of a kind - n.blanco lyrics
- às vezes nunca - engenheiros do hawaii lyrics
- fantasía - ozuna lyrics
- circles of death - camellia lyrics
- beat generation - the orgone box lyrics