
protibad - cryptic fate lyrics
Loading...
[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!
[verse 2]
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়
[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!
Random Song Lyrics :
- eliminacje 2016: babinci vs. murzyn - wbw lyrics
- changer - taïro lyrics
- i don't mind - alcoa lyrics
- a bridge that just won’t burn - gene watson lyrics
- ouin !?! - alaclair ensemble lyrics
- smoke one (church version) - matchless aka problématik lyrics
- prison bars - chandeliers of mars lyrics
- can't see - chris travis & robb bank$ lyrics
- zones - justword lyrics
- fader - guap tarantino lyrics