rod jhor bristy - cyanide bangladeshi band lyrics
ঝিম ধরা মেঘ বারে বারে থমকে যায়
যাবো কি যাবো না ভেবে দিন কেটে যায়
কখন জানি হঠাৎ বৃষ্টি হয়
আজও যদি প্ল্যান অচিরেই ভেস্তে যায়
ধোঁয়াশে আলো চুপি চুপি উকি দেয়
এই মন খালি দোটনায় পড়ে যায়
আবার যদি শুরুটা ফিকে হয়
এসব ভেবে আর কী হবে ধুর বাল
কত শত কল্পনা হাজারো আবদার
তুমি আমি একসাথে হাটবো সারা বিকাল…..
রোদ জ্বলা দুপুরে তুমি নীল শাড়িতে
চায়ের কাপেতে চুমুক ঝড় তোলে আকাশে
রোদ ঝড় বৃষ্টিতে ঘুঙুর পায়ে হেটে
চুল গুলো উড়িয়ে ধুলোময় বাতাসে
গোলকধাঁধার ঘূর্ণিপাকে পড়ে
পাবো কি পাবোনা ভেবে দিন কেটে যায়
হয়তো জানি তুমি আমার না হয়েও
আজও যদি তুমি স্বপ্নেই থেকে যাও
খুনশুটি আর ঝামেলার মাঝে মাঝে
ভাবি বসে বসে সিনেমাই ঠিক আছে
হঠাৎ ফোনে ক্রিং ক্রিং শব্দ হয়
কিজানি কী হবে আবার ধুর ছাই
কত শত কল্পনা হাজারো আবদার
তুমি আমি একসাথে হাটবো সারা বিকাল…..
রোদ জ্বলা দুপুরে তুমি নীল শাড়িতে
চায়ের কাপেতে চুমুক ঝড় তোলে আকাশে
রোদ ঝড় বৃষ্টিতে ঘুঙুর পায়ে হেটে
চুল গুলো উড়িয়ে ধুলোময় বাতাসে
ঝিম ধরা দুপুরে তুমি নীল শাড়িতে
অলস বিকেল যেন প্রেম খোঁজে ঘুমিয়ে
তুমি আমি একসাথে নিয়ন আলো সন্ধ্যাতে
ভেবে ভেবে দিনটা গেল তুমি গেলা হারিয়ে
Random Song Lyrics :
- face 2 face wit death - dj sound lyrics
- independent - astn lyrics
- santo dos santos - colo de deus lyrics
- livin' high (sometimes) - clarence williams' blue five lyrics
- real love - whybg lyrics
- al monestir - ferran palau lyrics
- therapy - rex orange county lyrics
- 刚刚好的爱(just the right love) - babydothemost lyrics
- parte de mí - mdiem lyrics
- i think we're alone - doctors of madness lyrics