
dinguli mor sonar khanchai - debabrata biswas lyrics
Loading...
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-
– উড়ে গেল, সকল কথা কইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
Random Song Lyrics :
- cold side of the sun - the crxsh lyrics
- balkanka - ljupka stević lyrics
- ona kocha się bać - pikers lyrics
- rai rai! - silje nergaard lyrics
- yikes - freshito lyrics
- how deep is the well - percy mayfield lyrics
- killa cali - jay rock lyrics
- forgetful (aka the malibu song) - don pesos lyrics
- my way - him lyrics
- j'préférais bridget jones - d-track lyrics