
ganer surer asonkhani - debabrata biswas lyrics
Loading...
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে। ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে, মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে। দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
Random Song Lyrics :
- rescuer (good news) - rend collective lyrics
- hold me down - silk rhodes lyrics
- astral planes - rayless lyrics
- coming home - rend collective lyrics
- the love of god - ascend the hill lyrics
- you are loved - ellie holcomb lyrics
- overcome - lovelite lyrics
- paradox - least of these lyrics
- more love - juice wrld lyrics
- if this is love - nigel olsson lyrics