
amar bhitor bahire - debadrito chattopadhyay lyrics
Loading...
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম – 2
তেমনি তোমার নিবিড় চলা – 2
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ – 2
তেমনি তোমার গভীর চলা – 2
অন্তরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ – 2
দিও তোমার মালা খানি – 2
বাউল এর এই মন টা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
Random Song Lyrics :
- bocchi the rock! - braxton knight lyrics
- kubrick - pan amsterdam lyrics
- poison - kwasi lyrics
- smart money (умные деньги) - kloun_gosha lyrics
- shine on me - jacob pabalan lyrics
- cycles - ynkeumalice lyrics
- house of sins - kidd process lyrics
- gliding - dro kenji lyrics
- salary (feat. selecta jeff) - ugaboys lyrics
- tender - subsonic eye lyrics