
muhurter sheshe - defy bangladesh lyrics
[verse 1]
দূরবীনে চোখ রেখে প্রাচীরের পরাজয়
দেখে কি শ্যাওলাকে ফুল ভেবে গল্পের শেষ হয়
বিধাতাকে অভিযোগে ফেলে, নিয়তির চাদরে শরীর মেশে
ঘৃণার অভিমানে দিন কাটে, বাধার অপমানে সুর ভাঙ্গে
দিনের শেষে কীসেরই বেশে কী আসে?
জানতে চাওনি যা জানার ছিলো, আজ নাও জেনে
[chorus]
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
[verse 2]
কুয়াশাতে জন্ম যাদের, রাত্রি শেষে হয় শিশির
দুরাশারই দৃষ্টিভ্রমে কান্না পায় না যে হাসির
উদাসীনতারই আড়ালে অন্ধ ঘুম আর কত?
ক্ষুধার জালে ধরণির কোলে ঈশ্বর আজ মাথানত
ক্ষোভেরই দোয়াতে মানচিত্র হয় নাকি?
ভুলে যাও
[chorus]
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
Random Song Lyrics :
- regndans - danseorkestret lyrics
- love gets old - dayxiv lyrics
- it's my party - single version - lesley gore lyrics
- benefits outro - nr (singer) lyrics
- international anthem - dj honda lyrics
- forever young - drug flash lyrics
- this is my life - dynazty lyrics
- cigs - ay!jd lyrics
- as we proceed (to give you what you need) - njv lyrics
- glass and the ghost children - the smashing pumpkins lyrics