গাজার নৌকা (gajar nouka) - defy lyrics
গাজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়
গাজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়
গাঁজা খাব আঁটি আঁটি
মদ খাবো বাটি বাটি
গাঁজা খাব আঁটি আঁটি
মদ খাবো বাটি বাটি
ফেন্সি খেলে, ফেন্সি খেলে
ফেন্সি খেলে টাস্কি খেয়ে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধরফড় করে
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধরফড় করে
হিরু খেলে, হিরু খেলে
হিরু খেলে টাস্কি খেয়ে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
তোমায় পেলে, তোমায় পেলে
তোমায় পেলে নেশা ভুলে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
জানি আসবে না তুমি
আঁধারে এই কানাকানি
জানি আসবে না তুমি
বাতাসে এই কথা শুনি
তোমায় ভুলে, তোমায় ভুলে
তোমায় ভুলে গাঁজার নৌকা বাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
Random Song Lyrics :
- hasta luego - jungla lyrics
- crocodile tears - rodry lyrics
- easy part 2 - yung simmie lyrics
- one more try - ai (singer) lyrics
- pressure bust pipes - jackboy lyrics
- mullet - upset lyrics
- let it snow (the fourth track on the album) - von busenstein lyrics
- fruitfly - flank lyrics
- reborn - sød ven lyrics
- star - katklata lyrics