
new age - deshi mcs lyrics
[verse 1: skibkhan]
দেখ দেখ দেখ ছেলেটা pant কত নিচে পরসে
converse পরে cigarette টানে জোরসে
গা ভরা perfume মাথা ভরা gel
চুল সব খাড়া, pocket এ brand new sell
baggy jeans এর সাথে souldance shirt
আছে girlfriend দুইটা তাও করে flirt
কোনো চিন্তা নাই, moneybag ভরা note
বাপ সাধারণ সম্পাদক রাজনৈতিক জোট
premio, elion যখন লাগে যেইটা
গুলশান গেলে বার করে লাল celica
একপাশে jennifer, পিছনে সামিয়া
একজনে পৃথিবী, একজনে দুনিয়া
দুইজনই জান, গাড়ি মারে টান
গুলশান club এ লাল পানি করে পান
বমি করে বরবাদ করে দিল রাত
এইটাকে বলে ভাই, বড়লোকি part
[chorus: xplosive flowrical]
when we come in
পোলাপাইন চাইয়া দেখে
এরা আবার কোন চিজ রে
chocolate চোর তোর ভাব ছুটামু রে
when we come in
পোলাপাইন চাইয়া দেখে
এরা আবার কোন চিজ রে
chocolate চোর তোর ভাব ছুটামু রে
[verse 2: skibkhan]
আজকাল রমনা নাই শুধু grill and chill
বান্ধবী তোমার যতদিন, you pay the bill
প্রথমে হবে date তারপরে হবে bath
next day she’s with one of your best mates
ঢাকা মনে টাকা, আর টাকা মানে fun
fun মানে girlfriend কে নিয়ে chicken and bun
cosmo তে অশ্লীল কী কী জানি হয়
ভূতে অন্ধকারে সব হয়, except ভয়
সবাই market এ যায় শুধু মারতে glance
rifles ঘটক পাখি ভাইয়ের আরেকটা brand
ডিঙিতে boat নিয়ে সবাই এক জায়গায় যায়
bridge এর নিচে অন্ধকার, কোনো চিন্তাই নাই
বুঝিনা আজকাল কেমন এই culture
ভালোবাসা মানে মরা গরু আর vulture
মজনু আর লাইলি, romeo juliet
ভালোবাসা ছ্যাকা মারা হয়ে গেছে habit
[chorus: xplosive flowrical]
when we come in
পোলাপাইন চাইয়া দেখে
এরা আবার কোন চিজ রে
chocolate চোর তোর ভাব ছুটামু রে
when we come in
পোলাপাইন চাইয়া দেখে
এরা আবার কোন চিজ রে
chocolate চোর তোর ভাব ছুটামু রে
Random Song Lyrics :
- doping - quaintjayy lyrics
- morra no fogo - jimmy maximus lyrics
- drunk tank - marc e. bassy lyrics
- шагами гиганта (with the steps of a giant) - gokilla lyrics
- mentally unstable - drk2peace, bbypunkk lyrics
- mejor que nunca - johnnydoc lyrics
- nu-mi zice trapper - hate (ro) lyrics
- violent tendencies - torrence lyrics
- step left, step right - kados lyrics
- pass me - boyyblink lyrics