
tomar charon chinho dhore (original) - dhananjay bhattacharya lyrics
Loading...
গায়ক – ধনঞ্জয় ভট্টাচার্য্য |
তোমার চরণচিহ্ন ধরে
{ পথ যে আমার কাঁদে – }
আমার অবুঝ মন মানেনা
ফেলেছ কোন ফাঁদে |
পথ যে আমার কাঁদে |
ওগো আমার পথিক প্রিয়
কখন তুমি এলে -?
সাড়া দেবার আগেই তুমি
{ কখন গেছ চলে? }
{ মালা আমি গেঁথেছিনু }
সেদিন কত সাধে ||
পথ যে আমার কাঁদে |
এক নিমেষের সেই যে বারেক দেখা
তারই মধুর স্বপ্ন নিয়ে
{ ডাকছে কুহু-কেকা } |
ভুল করে হায় যদি আবার
ফিরেই তুমি আস’ -,
পথের ধারে ফুটবে সে ফুল
{ যে ফুল ভালোবাস ‘ }
ঝরবে না তারা ঝরবে না গো
ভুলে যাওয়ার নিঠুর অপরাধে ||
পথ যে আমার কাঁদে |
Random Song Lyrics :
- my life is short - anderson jedid lyrics
- knock, knock - the hutchens lyrics
- cita - one c rodriguez lyrics
- poydras - chetta lyrics
- tell me i can't do it - emma viivaca lyrics
- ivresse - alpha lyrics
- right or wrong/paxxnb - paxaura lyrics
- herzlichen glückwunsch zu deinem leben - anita & alexandra hofmann lyrics
- static ii - 2pac lyrics
- enigma - banshee (rachel knight) lyrics