
boriso dhara majhe santir - dipali datta lyrics
Loading...
বরিষ ধরা-মাঝে শান্তির বারি । শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধমুখে নরনারী ।। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোকপরিতাপ ।
জয় জয় হোক তোমারি ।।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ।। কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান । বিতর’ বিতর’ প্রেম পাষাণহৃদয়ে, জয় জয় হোক তোমারি ।।
Random Song Lyrics :
- run away with me - pyrrhic lyrics
- глупец (fool) - зоха (zoha) lyrics
- ny sejr - benny jamz lyrics
- in un caffè - gino paoli lyrics
- love - navvi lyrics
- kapcia jako czapkę - mako (polska) lyrics
- california sunshine/merry goes - the moths (artist) lyrics
- stay with me - diego del rey lyrics
- son defa - adar lyrics
- senza di noi - lo stato sociale lyrics