
khelaghor bandhte legeshe - dipali datta lyrics
Loading...
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
Random Song Lyrics :
- don't feel right - johnny kulo lyrics
- my mum found my mpegs - kunt and the gang lyrics
- eternal - aenimus lyrics
- crazier - big image lyrics
- no clue - tristan sees lyrics
- glass - l6saint lyrics
- もう疲れたよ (i'm tired) - 堂村璃羽 (riu domura) lyrics
- supreme - kemboy lyrics
- too good - sabee lyrics
- zombies (mary jane) - nick grant lyrics