
amar swapan kinte pare - dipannita dutta lyrics
Loading...
আমার স্বপন কিনতে এমন এমন আমির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমি দুখের সিংহাস্নে বসে
সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু
আখর দিয়ে ভরি
আমার পরম বন্ধু হবে এমন অধির কই?
অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়
জাগরনে ঘুমিয়ে আছি
বিনিদ্র কে বলে আমায়
আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রনাকে অধিক ভালবাসি
আমার স্বপন…
Random Song Lyrics :
- peligrosa - micro tdh lyrics
- city of lost angels - kanye west lyrics
- come all ye faithful - julia stone lyrics
- uy que vaina - doctor krapula lyrics
- sloppy - skillibeng lyrics
- the art of storytellin' pt. 4 (freestyle) - camtana lyrics
- onlyfans - ynl jordan lyrics
- home sweet (acoustic) - russell dickerson lyrics
- unbearable - lil skele lyrics
- smackdown freestyle - iammoney & busynessboy lyrics