
dhonno dhonno boli tare - diya lyrics
Loading...
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে
ধন্য ধন্য বলি তারে……
Random Song Lyrics :
- c.o.d - kardinal offishall lyrics
- whoa - sm!tty lyrics
- stranger - schaffer the darklord lyrics
- holy - north point insideout lyrics
- message - patrick james lyrics
- høy med min baby - graa sky lyrics
- neiti kesäheinä - intiaanikesä lyrics
- fisherman’s daughter - bill carter lyrics
- nie ma takiej chwili jak dziś - pmm lyrics
- maria - matthew logan vasquez lyrics