
tumi eka nou - drew. lyrics
Loading...
আলো ফুটেছে, ভর হয়েছে বন্ধু
জানালা খুলে দাও
শিশির জমেছে, শিউলি ফুটেছে বন্ধু
তুমি একা নও
পুরোনো হিসেব জমানো ব্যথা
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
আজও সে পথে দাঁড়িয়ে, দূরে তাকিয়ে, দিশেহারা
না বলা কথা জমিয়ে
অভিমানে ভালোবাসা
দিনের এই শেষে, সন্ধ্যা নেমেছে দেখো
ধূসর এ আকাশ
স্তব্ধ শহরে, আঁধার ঘনিয়ে দেখো
অন্ধ চারিপাশ
পুরোনো হিসেব জমানো ব্যথা
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
আজও সে পথে দাঁড়িয়ে, দূরে তাকিয়ে, দিশেহারা।
না বলা কথা জমিয়ে
অভিমানে ভালোবাসা
Random Song Lyrics :
- you $ee it - kai ca$h lyrics
- queso! (freestyle) - nc1 lyrics
- memory - gabbana lyrics
- твои глаза - max knutov & tarab lyrics
- в судьбе нет морали (tinmif) - myha lyrics
- cantemos - solluz with suno lyrics
- no tellin' when - the reverend peyton's big damn band lyrics
- blind - bødywash. lyrics
- joy in chaos - prinz lyrics
- melee - lil henjin lyrics