
exotic - dripgod999 & prithviraaj lyrics
[intro: dripgod999]
এই prithvi
[verse 1: dripgod999]
কানে দিয়ে আমি headphones বাসার ছাদে যেয়ে শুনি গান
pocket থেকে আমি lighter বের করে দিই গান শুরু করে j burn
গান একটা পুরা শেষ হয়ে গেলে শান্তি পায় আমার প্রাণ
vegetables আমি খাই না, lunch*এ লাগে আমার মুরগির রান
তোরা কখনো বুঝবি না কী গাই
তোরা কখনো বুঝবি না কী খাই
আমি নিজের drip নিজের হাতে বানাই
আমি শত্রুদে ধিক্কার জানাই
আমি last ২ hour ধরে খাই নাই
আমি last ২ month কিছু গাই নাই
টাকা ছাড়া আর কিছু চাই নাই
opps*এর জানাজায় তো যাই নাই
[verse 2: prithviraaj]
opps*এর জানাজায় তো যাই নাই
আর পোলাডির গানে তো vibe*ই নাই
এডি হইতে চায় mastercopy
এদের mastet আমি কোনো doubt*ই নাই
চোখে চোখ দেই না, side eye
ছুরি মাইরা কয় ভাই*ভাই
personality এদের lie lie
কথা*বার্তা এদের lie lie
[chorus: dripgod999]
বন্ধু exotic
relation toxic
খালি চায় side chick, yeah
কথায় নাই logic
ওয় একটা tragic
we smoking magic, yeah
চিন্তা ভাবনা থাকে উপরে
দু’জন মিলে ভাঙি moshpit
আর shawty থাকে মুখের উপরে
আদর করে ডাকি gummy bear
[verse 3: dripgod999 & prithviraaj]
hmm, woah, রাত ৩ টায় পানি লাগে ঠান্ডা
aye, yo, আমরা বাংলা ট্র্যাপের গুণ্ডা
hmm,woah, শত্রুরা থাকে না জিন্দা
aye, yo, wannabies*দের মাথায় চিন্তা
ওরা ভালো চায় না আমারও আসে*যায় না
কত কথা ওদের নাকি বলা বাকি
ball রেখে সামনে আয় না
i can be a baby gangster at the same time
কিন্তু আমি একটু lazy hamster at the same time
নশুটা বলে যে ওয় নাকি brazy, 180 at the same time
b*tch!
[outro: dripgod999]
prithvi
Random Song Lyrics :
- bad - venti lyrics
- nije sve u novcu - joca stefanović lyrics
- megvagyok - hiperkarma lyrics
- system - rylo rodriguez lyrics
- wish upon a star - gabriella raelyn lyrics
- cookin' in the kitchen - oakdale drive lyrics
- general af pral - marvelous mosell lyrics
- prvi si počeo - aleksandra prijović lyrics
- lil reckless - iceycloud lyrics
- sunina - otile brown lyrics