amar ei pathchaoyatei ananda - dwijen mukherjee lyrics
Loading...
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে– বাতাস বহে সুমন্দ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
Random Song Lyrics :
- runway - nadia reid lyrics
- meine kündigung - casper lyrics
- destilado - pimpo$o lyrics
- უპირველეს ყოვლისა - datomezz lyrics
- spring - flying fox and the hunter gatherers lyrics
- nicki minaj - jonathan universe lyrics
- code - jviden lyrics
- dorm life - recklessg4b lyrics
- chin and the boys cypher 2015 - the c.k. dyad lyrics
- mondschein - zombiez lyrics