
nondito norok - ef lyrics
Loading...
বিরোধহীন পরাজয়
ভাঙ্গে না কোন ভয়
হঠাৎ যেন শান্তির আভা
কথিত গোলকে…(স্বর্গ)
অবচেতন এ মন
লুকিয়ে থাকে সারাক্ষণ
আঁধার যেন আপন হয়ে
তার মাঝে থাকে বিভোর…
সূর্য যেন ওঠে না
এই নন্দিত নরকে
এত ভিড়…
তবুও আমি অগভীর।
আমি কি তবে সত্যি ভুল
মিথ্যে সে জগত
ভালো মুখোশের আড়ালে
কুৎসিত সেই অনল…
আমি থাকতে চাই তোমাদেরই মাঝে
তোমাদের অন্তরালে
আমি জানতে চাই তোমাদের যথার্থ জীবনটাকে…
আমি গড়তে চাই তোমাদের সাথে
আমার বিবর্ণ ভূমিটাকে…
আমি জানতে চাই তোমাদের এই মৃত জীবনটাকে…
Random Song Lyrics :
- super champions - andréas & nicolas lyrics
- désert - louise verneuil lyrics
- hunnid bandz - yxngjaye lyrics
- real or not - french vanilla lyrics
- el tiempo corre al revés - evaluna montaner, club 57 cast lyrics
- devo farcela (e' solo l'inizio mixtape) - fista lyrics
- you ain't - nicol concillio lyrics
- rain - bruhmanegod lyrics
- burn em' up - don shimoda lyrics
- mamacita - bombay lyrics