
opekkha - ef lyrics
Loading...
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
সব হারিয়ে অন্তিম স্রোতের অতলে।
সীমান্তের শেষ দ্বারে লুকানো স্মৃতি গুলো
নির্বাক হয়ে একাই পথ চলে।
কতটা প্রহর হয়েছে পার
কতটা স্মৃতি জড়িয়ে
কতটা রাত করছি পার
একাকীত্ব সঙ্গী করে
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
হঠাৎ থমকে দাঁড়ালো পথ চলা।
অচিরেই সব হয়েছে নিঃশেষ
কল্পনাকে জড়িয়ে ধরে
তবে কি হবে আমার শেষ?
আমি খুঁজি তোমার স্মৃতি নীরবে
জানি তুমি ফিরবেনা আর এ বুকে
আমি দাঁড়িয়ে উদ্দেশ্যহীন কোন পথে
যেখানে নেই কোন সীমানার বাঁধন
Random Song Lyrics :
- the journey - ruben keeney & rafii remix - john b & code 64 lyrics
- luh sh!t - pardison fontaine lyrics
- bearing burdens and saving skin - dead icarus lyrics
- valentine - cashmoneymajilll lyrics
- paid - envy caine lyrics
- nudies & subi's - corey st.rose lyrics
- automotivo vagabundo vai te machucar - dj maraka 011 lyrics
- untitled (prod. blxde angel) - spangelo lyrics
- monstrosity - ren zotto lyrics
- up-out - daryl braithwaite lyrics