
bukete haat rekhe bolo - emon khan lyrics
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
((((mazhar))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
(((((music)))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
কত মান অভিমান বলেছ যানের যান
তুমি ছাড়া এই জীবন চাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা.
(((())))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
(((((music)))))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
এই মনের আঙিনায় তোমাকে ছাড়া
অন্য কিছু ভেবে পাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
Random Song Lyrics :
- kingstone town - nowizz lyrics
- gumibar - yesclip lyrics
- big things - igir woodiee lyrics
- la peste - yungma lyrics
- последний бокал (the last glass) - денис rider (denis rider) lyrics
- the sharpest lives remix - bl8ke g lyrics
- familia - incis zone lyrics
- disstrikt - raportagen lyrics
- underneath the rolling thunder - danny horn & the shared myths lyrics
- eu mando em mim - isabela motta lyrics