
na pawar golpo - encore (bangladesh) lyrics
Loading...
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত
কষ্টের তাড়না ফুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
Random Song Lyrics :
- j.k. rollin' - boots x le malin lyrics
- in meiner seele - alex diehl lyrics
- à la victoire - seven (jcr) lyrics
- state of the world suite - janet jackson lyrics
- far out - unika nicole lyrics
- watch ya head - dj poproboval lyrics
- id-bu bryanu (fr) - taghjijt lyrics
- operate 1 - mozzy lyrics
- sempre le 4 - gemitaiz & madman lyrics
- cheia de desejo - soy guchi & bield lyrics