
na paowar golpo - encore lyrics
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত,
কষ্টের তাড়না ভুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
Random Song Lyrics :
- suciedad - carla morrison lyrics
- no provisions - soc lyrics
- young g (phoniks remix) - anti-lilly & phoniks lyrics
- arena (the final hour) - christon gray lyrics
- motto - pianomies lyrics
- golpe de suerte - zpu lyrics
- vakker dag - vinni lyrics
- car jackin' - k-rino lyrics
- dont go - fresh l. lyrics
- fired up - titus andronicus lyrics