
matha betha - fairose nawar & sharani shammam lyrics
[intro]
প্রজাপতি গুলো উড়ে উড়ে যায়
হঠাৎ কি করে এলি জীবনে এভাবে চুপচাপ
এসে করে দিলি করে আমার মাথা খারাপ
তাও তোকে ভালবাসি তুই যে আমার
তুই আমার, তুই আমার
প্রিয় মাথা ব্যথা
[verse]
শতবার জালানোর কারণ হলেও
তুই আমার seroius moment গুলোতে
হেসে দেয়ার কারণ তুই
আজ class টা bunk দিয়েছি
কারণ সাথে ছিল তুই
আর খাওয়া নিয়ে তোর কাড়াকাড়ি
যতসব মারামারি ঝগড়া তোর সাথেই
আমার tiffin টা তো শুধু তোর পেটেই যাবে (খাদক!)
তোরই মাঝে খুঁজে পাই আমি ঘর
যেখানে তে আমার বাস
তোরই নামে লেখা গল্পে
আমার সব সর্বনাশ
আমি যেখানে তুইও সেখানে
সবাই ঠিক জানে তা
তোকে ছাড়া বল আছে কি
আর আমার উপায়?
[chorus]
তুই আমার, শুধু আমার
প্রিয় মাথা ব্যথা
শতবার জালানোর কারণ হলেও
তুই আমার…
বেঁধে দিয়েছি আমার এই জীবন তোরই নামে
ছেড়ে দিলে হাত, ধরে আনবো আবার পাশেই
তুই আমার, শুধু তুই আমার
তুই আমার প্রিয় মাথা ব্যথা
তুই আমার, শুধু আমার
আমার, শুধু যে আমার
Random Song Lyrics :
- mind the gap - the timewasters lyrics
- секрет (secret) - аффинаж (affinage band) lyrics
- d'ont love me - clem27song lyrics
- мнение (opinion) - malxfickid lyrics
- piano piano - mamborap lyrics
- blue notes - mayday (uk) lyrics
- one side (remix) - iyanya lyrics
- shortfall - mia lorelei lyrics
- smiling pain - kayrome lyrics
- ediny forsa | اديني فرصة - amal maher lyrics