
1990 (naach bangali naach) - farooque bhai project lyrics
[intro]
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
[verse]
হা, সবাই ধীরে চলে
আস্তে কোমর নাড়ে
তোমাকে চোখে পড়ে
পানি টা একটু ধরে
আর কত রাত বাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
পুরা পাড়া disco নাচে
হাতে ঘড়ি seiko আছে
রাতে পরি চশমা দেখে
দুষ্টু মেয়েরা আসে পাশে
s*xy কারণ মুখে উপটান মাখি
এটা কি ১৯৯০ সাল নাকি?
[chorus]
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
[pre*chorus]
damaze অনেক হলেন
এখন বাসায় চলেন
ভাবী গোলাপী দেখে আপনি বেচেঁ গেলেন
ভাই আপনাকে খালি ফারুক ডাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
[chorus]
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
নাচবে বিশ্ব
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
[pre*chorus]
হা, সবাই ধীরে চলে
আস্তে কোমর নাড়ে
তোমাকে চোখে পড়ে
পানি টা একটু ধরে
আর কত রাত বাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
[chorus]
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ (সবাই ধীরে চলে)
নাচ বাঙালি নাচ (আস্তে কোমর নারে)
নাচ বাঙালি নাচ (তোমাকে চোখে পড়ে)
নাচ বাঙালি নাচ (আস্তে কোমর নারে)
নাচ বাঙালি নাচ (তোমাকে চোখে পড়ে)
Random Song Lyrics :
- suicidal teens of the post-internet - potted plant lyrics
- back to the sun pt. 1 - mc mantra lyrics
- lemonade ft. angelina mackinnon - adjust the facts lyrics
- ikinci tercih (feat. kulione) - kaan malkoç lyrics
- leavin'for las vegas - namie amuro lyrics
- portal - i hate this place lyrics
- sagittarius - itef lyrics
- broken bricks - madnap remix - droeloe lyrics
- wrong one - richie sosa lyrics
- clouds (conway remix) [radio edit] - steps lyrics