
shuno pls - farooque bhai project lyrics
[chorus]
শুনো please
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
[verse]
পারি না ভাসতে
বেচেঁ আমি এত কষ্টে
খালি পারি না হাসতে
বাজে guitar এত আস্তে
আর আমি না
যাবো না, যাবো না
না খুঁজে তোমাকে প্রতি কোনা
আমি ময়লা*আবর্জনা (fish)
নদী ভরা মাছ আর আমি পোনা (fish)
আমি যে ভর্তা, তুই মরিচের তেল (কী spicy!)
খুঁজে সত্তা আমি যে fail (না খুঁজে পাইসি)
মাঝ রাত আমি ঘুম*ঘুম
phone দিয়ে বলো
মনের রুম এখন খালি
vroom*vroom এসে পড়ো তাড়াতাড়ি
[chorus]
শুনো please
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
[bridge]
বাঁচতে জানো, ভাসতে জানো না
বাঁচতে জানো, ভাসতে জানো না
[chorus]
শুনো please
একটুখানি
একটুখানি কথা ছিলো
একটুখানি
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
Random Song Lyrics :
- dadi siji (feat. suliyana) lyrics - demy lyrics
- reason to cry - primere lyrics
- driving at night - jaws lyrics
- love is a wild thing - derek ted lyrics
- heart beat - the pointer sisters lyrics
- november freestyle - group. lyrics
- asfur - kardeş türküler lyrics
- no goodbyes - b-phong lyrics
- life - flexinoakland lyrics
- trouble - fusixn lyrics