
depression - firoze jong lyrics
Loading...
পারবোনা লোকে যা করে
বলবোনা লোকে যা বলে, তোমায়
আমার গান তোমার তরে
সময় হোক শোনাবো কোনো, অগচরে
আমার সাথে কথা বলোনা
আমার সাথে রাত জাগোনা
তোমার বুকের গহীন গভীরে
আমার depression টা লুকিয়ে রাখবো
তুমি হাসলে প্রজাপতি ওড়ে
রঙ ছড়ায় মলিন ভূবনে
রাতজাগা চৌকিদার
আমার সাথে
প্রহর গুনে ঘুমাবার
আমার সাথে কথা বলোনা
আমার সাথে রাত জাগোনা
তোমার বুকের গহীন গভীরে
আমার depression টা লুকিয়ে রাখবো
Random Song Lyrics :
- kulture - kleen prinz lyrics
- pujaan ati (feat. aftershine) - derradru lyrics
- church on sunday - nicodemus lyrics
- sexy orangutan - tammie brown lyrics
- doubt in my mind - forest sun lyrics
- destination moon - towergrape lyrics
- give u my heart (album radio edit) - babyface lyrics
- outside your place - despotem & division lyrics
- brust - rokko weissensee & blend lyrics
- czarne lustro - marina (pl) lyrics