
dhongsho - fokir lal miah lyrics
ধ্বংস !! ধ্বংস !!
ধ্বংস !! ধ্বংস !!
[verse 1]
যতো কঠিন ভাবি ততো কঠিন নয়
যেন মুখে ভাষা আছে আমি বধির নই
যদি রক্ত ক্ষরণ হয় রক্ত চাই
পৃথিবীটা কঠোর হবে বাঁচতে চাই
উত্তপ্ত কতো শোচনীয়
আমি অবাক চোখে যেন তাকিয়ে দেখি
মুক্ত আকাশে কেন বিমূর্ত রাত
মানব ধ্বংস কারি
সা গা মা পা রিতা নীতি !!
[hook]
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
[verse 2]
সত্যি বাস্তব আজ কারাগারে বন্দী
নিজের অগ্নিতুষে জলে পুড়ে মরছি
উফ বলা মানা তাই হা হা করে হাসছি
সরাসরি অন্যায় অনিয়ম দেখছি
উৎপাত অবিচার মাথা পেতে নিচ্ছি
লুটপাট করে সারা দেশ পাবে ভক্তি
সেন্ডেল চুরি করে ধরা খেলে শাস্তি
বিশ্ব বিস্মিত দেয় শুধু ছি ছি !!
সূচি হোক ধরা সেই ঠাকুরের উক্তি
বাংলার বুকে শুধু নামে পাওয়া মুক্তি ||
[chorus]
ধ্বংস কারি তারে ধ্বংস করো
ধরো ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
সে ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
ধরো ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
সে ধ্বংস করি করো ধ্বংস
[verse 3]
কোনো প্রশ্ন নয় আমি নীরব শান্ত
কেন বিষণ্ন আগুনে পুড়ে খণ্ড খণ্ড
হতাশ আমি, আমি নির্বাক !
আমি হব আহ্বানের ওই শ্রেষ্ঠ দান
সংগ্রাম নয় ধরো জীবন বাজি
জানি রক্ত লাল চলো গর্জে উঠি
ধ্বংস হোক সেই ধ্বংস কারি !
মানব ধ্বংস কারি
সা গা মা পা রিতা নীতি
[hook]
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
ধ্বংস করো ধ্বংস
[verse 4]
কি শিখেছি আহামরি প্রাণ দিয়ে যুদ্ধে ?
অসাধুতা জুয়াচুরি মিশে গেছে রক্তে
যার হাতে লাঠি থাকে সব তার পক্ষে
ঈশ্বরও মজা লয় আমাদের কষ্টে
বলে এই মগজটা দিলাম কি দুঃখে?
বারবার বাটপার কেনো যায় কক্ষে?
শিয়ালের পায়ে ধরো বলো মামা পারবে?
আমার ওই মুরগিটা দেখে শুনে রাখতে?
[chorus]
ধ্বংস কারি তারে ধ্বংস করো
ধরো ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
সে ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
ধরো ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস কারি তারে ধ্বংস করো
সে ধ্বংস করি করো ধ্বংস
ধ্বংস !! ধ্বংস !!
ধ্বংস !! ধ্বংস !!
Random Song Lyrics :
- prayer for you - koryn hawthorne lyrics
- hold me - daemsey lyrics
- hey baby - darewin lyrics
- merci pour tout - hommage a akira toriyama - music ia remix lyrics
- fullclip - apekz & flow g lyrics
- like ayumu did it - feardorian lyrics
- until it’s time for you to go - evie sands lyrics
- genexix freestyle - chrisdarko lyrics
- emoglobina (monsoon) - mr.ugo lyrics
- días amargos - 6 voltios lyrics