
shuno ogo shundori - fokir lal miah lyrics
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
yeah, okay
tnt, les
lowa clique, stoic bliss
lal miah, kazi
bring it back!!!!!
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
তুমার প্রেমের পুশকুনিতে
হাবুডুবু খাইতাছি
লাল মিয়াঃ
সেই কখন থাইকা তুমার দিকে এক নজরে চাইতাছি
রুপ সাগরে ফকির লালে হাবুডুবু খাইতাছি
জাল পাতাইয়া তুমি রাকছো আমি খালি আটকাইছি
ফকির আমি তুমার মনটা বিক্কা শুধু চাইতাছি
প্রেমের আগুন মনে লাগছে জইলা পুইরা যাইতাছি
মাথা মুথা আউট হইয়া উল্টা পাল্টা বক্তাছি
সারা দেশে গরম পরছে আমি খালি কাপতাছি
বাংলা ফাইভটা মুখে দিয়া উল্টা দিকে টানতাছি
কাজীঃ
হৃদয়ে গেথে আছে তুমার ছবি
জানিনা আসবে কবে……
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
তুমার প্রেমের পুশকুনিতে
হাবুডুবু খাইতাছি
পাগল হইয়া যাইতাছি
সিগনাল ছারা টানতাছি
তুমার প্রেমের ইষ্টিশনে
রেলগাড়িটা থামাইছি
লাল মিয়াঃ
সেই কখন থাইকা রুপের ঝলক দূরে থাইকা দেকতাছি
মাটির মানুষ ফকির আমি তুমার প্রেমের ভিকারি
সব ফালাইয়া গানটা এইবার তুমাই লাইগা লেকতাছি
আইসা খালি নাম জিগাইছি রাগারাগির দরকার কি
এংরাজিতে গালি দিলা এই ফাইজলামির মানে কি
মিষ্টি হাইসা মোবাইল ফুনে বন্ধুর লগে কথা কও
বন্ধু বান্ধব পরে পাইবা ফকির আগে বাছতে দাও
প্রেমের আলাপ লইয়া আইছি মবাইল লাইনটা কাইটা দাও
কাজীঃ
চিন্ন রেখে যাবো তোমার বুকে
পারবে কি মুছে দিতে……
(পারবেনা)
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
তুমার প্রেমের পুশকুনিতে
হাবুডুবু খাইতাছি
পাগল হইয়া যাইতাছি
সিগনাল ছারা টানতাছি
তুমার প্রেমের ইষ্টিশনে
রেলগাড়িটা থামাইছি
লাল মিয়াঃ
কতো টাঙ্কি মারছি ফকির গইনা কয়ার সময় নাই
তুমার মতন ফাজিল মেয়ে একটাও আগে দেখি নাই
এংরাজি সব গালি শিখছো ভালো কথা শিখো নাই
হিন্দী চ্যানেল মা বাপ দেখে আর তো কিছু করার নাই
এতো বড় মেয়ে তাদের ভদ্রতাতো শেখায় নাই
ফকিরের যে মোবাইল আছে জীবনে তা দেখো নাই
আমারটাতে সিম লাগেনা তুমারটাতে পয়সা নাই
বন্ধুর লগে আলাপ করলা মোবাইলেতো চার্জই নাই
কাজীঃ
দিলেনা তুমার সেই মন আমাকে
একদিনতো মনেই হবে
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
তুমার প্রেমের পুশকুনিতে
হাবুডুবু খাইতাছি
পাগল হইয়া যাইতাছি
সিগনাল ছারা টানতাছি
তুমার প্রেমের ইষ্টিশনে
শুনো ওগো সুন্দরী
হায় হায় কইরা মরতাছি
তুমার প্রেমের পুশকুনিতে
হাবুডুবু খাইতাছি
পাগল হইয়া যাইতাছি
সিগনাল ছারা টানতাছি
তুমার প্রেমের ইষ্টিশনে
রেলগাড়িটা থামাইছি
Random Song Lyrics :
- lang nicht mehr gelebt (gone) - emmms lyrics
- still mad - lu kala lyrics
- quicksand - rebecca roubion lyrics
- tear away the night - defmatch lyrics
- flatline - terror jr lyrics
- say less - dex kwasi lyrics
- duttel 88 - die strafe lyrics
- shemhamphorash - latidos mago lyrics
- spell - hyolyn (효린) lyrics
- quit - cry club lyrics